,

রানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শ্বাশুড়ির মৃত্যু

সংবাদদাতা ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,  বাড়ীর ঘরের পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিড়ে ঘরের গ্রীলে পড়লে বাড়ীর মালিক গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস গ্রিলে হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিৎকার দেন। শ্বাশুড়ির চিৎকার শুনে ছেলে রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শ্বাশুড়িকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। উদ্ধারের পর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্হা না থাকায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তারগণ  তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত পুত্র বধু অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। মেঘারকান্দি গ্রামের বাসিন্দা নিহতের ভাতিজা বকুল দাস জানান, আমার কাকী (চাচী) ও তার ছেলের বউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


     এই বিভাগের আরো খবর