,

নবীগঞ্জে জোরপূর্বক বিদ্যুতের লাইন টানায় থানায় অভিযোগ দায়ের

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জে জোরপূর্বক এক ব্যক্তির জমির উপর দিয়ে গাছ ও বাঁশ কেটে পল্লী বিদ্যুতের কুটি স্থাপন করে বিদ্যুতের লাইন টানার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ০৮/০৯/২০১৯ইং তারিখ বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের মোঃ কাজল মিয়ার বাড়ি ও জমির উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের কুটি বসিয়ে পল্লী বিদ্যুতের লাইন টানার জন্য, তার ফলানো ২টি বড় গাছ, ৭টি ছোট গাছ এবং ৩০০টি বাঁশ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে একই গ্রামের রোয়াবধন মিয়ার পুত্র  ছালাম মিয়া, আছানক বেগম ও নুরজাহান বেগম গংরা। এ সময় মোঃ কাজল মিয়া বিদ্যুতের কুটি না বসানো গাছ ও বাঁশ কাটতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালানোর চেষ্টা করে। হামলার আশংকায় কাজল মিয়া পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগতেছেন। উক্ত ঘটনায় কাজল বাদী হয়ে, রোয়াবধন মিয়ার পুত্র ছালাম মিয়া তার স্ত্রী আছানক বেগম, আব্দুল কাইয়ুম মিয়ার স্ত্রী নুরজাহান বেগম সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তার জমি ও বাড়ির উপর দিয়ে লাইন নিয়ে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম বরাবর লিখিতভাবে আপত্তি জানিয়েছেন কাজল মিয়া।


     এই বিভাগের আরো খবর