,

নবীগঞ্জে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার নাঈমা ফিলিং ষ্টেশনের সামনে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। আহতদের মধ্যে ৫ জনের বাড়ি বাহুবল উপজেলার ¯œানঘাট, ৩ জনের বাড়ি ওসমানি নগর থানার হাজীপুর গ্রামে ও ২ জনের বাড়ি ঢাকা বলে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা যায়নি। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১ ঘটিকার সময়। প্রত্যক্ষদর্শিরা জানান একটি পিকআপ ভ্যানে করে যার রেজি: নং (ঢাকা মেট্রো নং ১৮-৭১৫৫) ওসমানীনগর থানার হাজীপুর গ্রাম থেকে গরু নিয়ে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার যাওয়ার সময় মহসড়কের নাঈমা ফিলিং ষ্টেশনের সামনে আসলে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-নং ২০-১৭৫৩) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে পিকআপ ভ্যান দুইটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় তাদের পিছনে থাকা চট্টগ্রামগামী একটি হাইয়েছ (মাইক্রোবাস) (ঢাকা মেট্রো- চ : ৫৩-৯১৩৫) এর উপর একটি পিকআপ ভ্যান গিয়ে আঘাত করলে গাড়ীটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় উভয় ভ্যান চালক সহ প্রায় ১০ জন লোক আহত হয়। তাদের মধ্য দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে  বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর