,

নবীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে দ্যা রিলেশন টু-পিপলের বস্ত্র বিতরণ

সংবাদদাতা ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দুধর্মাবলম্বী মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে ‘‘দ্যা রিলেশন টু-পিপল সমাজকল্যাণ সংস্থা’’। গতকাল শুক্রবার দিন ব্যাপী এ সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পূজার উপহার হিসেবে দুস্থ্য নারীদের হাতে বস্ত্র তুলে দেন। এ প্রসঙ্গে রিলেশন টু পিপল-এর সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপন বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সকল ধর্মের মানুষদের এই বাংলাদেশ। তাই কোন ধর্মকে ছোট করে দেখার সুযোগ নেই। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সংগঠনের সদস্যরা সারা দিন ব্যাপী উপজেলার আদিত্যপুর, শিবপাশা, সূজাপুর, তিমিরপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে উক্ত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়। উল্লেখ্য,  আর্তমানবতার সেবায় নবীগঞ্জের দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে একঝাক তরুণ-তরুণী নিয়ে গঠিত এই সংগঠন। তারা প্রত্যেক ঈদে হত দরিদ্রদের ঈদ সামগ্রী বিতরণ, রিকশা চালকরে রেইন কোর্ট, ক্যাপ ছাতা বিতরণসহ অনেক মানবিক কর্মকান্ডের কারণে ইতিমধ্যে সফলতার খ্যাতি অর্জন করেছেন।


     এই বিভাগের আরো খবর