,

দুর্গা পূজা উৎসবকে শান্তিপূর্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবো -মেয়র মিজানুর রহমান মিজান

নিজস্ব প্রতিনিধি ॥ শারদীয় দুর্গা পূজা উৎসবের মহাসপ্তমীতে পৌরএলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। সন্ধ্যার পর তিনি হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড হতে পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। মহাসপ্তমীতে মেয়র যে সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন সেগুলো হলো মাছুলিয়া দূর্গা পূজা কমিটি, মাছুলিয়া পালবাড়ী, রবিদাস পাড়া মহেশ্বরী সংঘ, ঘোষপাড়া গোপীনাথ জিউর আখড়া, ত্রিনয়নী সংসদ, চৌরঙ্গী সংসদ, জয়া পূজা কমিটি, পুরাতন হাসপাতাল সড়ক পূজা মন্ডপ, কালীবাড়ী রোড মৌচাক দুর্গা পূজা মন্ডপ, শ্রীশ্রী কালিবাড়ী পূজা মন্ডপ ও গোসাইনগর পূজা মন্ডপ। পৌরকর্মকর্তারা জানিয়েছেন মেয়র শারদীয় দূর্গাপূজা উৎসবে পৌর এলাকার সকল মন্ডপ পরিদর্শন করবেন। মন্ডপ পরিদর্শনকালে মেয়র পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। মিজানুর রহমান মিজান বলেন দুর্গাপূজা উৎসবের বিসর্জন পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা দায়িত্ব পালন করবে। মেয়র বলেন পুলিশ প্রশসন পূজা উৎসব শান্তিপূর্ন করার জন্য সন্তোষজনক উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরা সবাই এ উৎসবকে শান্তিপূর্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবো। পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীরসহ অন্যান্যরা।


     এই বিভাগের আরো খবর