,

হবিগঞ্জ সাহিত্য পরিষদের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ট প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’র মাসিক সাহিত্য আসরে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় সুরবিতান মিলনায়তনে এ আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাহিত্যিক ও গীতিকার এড. মোঃ শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন। এতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সহ-সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠানে আলোচনা এবং কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য বানিজ্য মন্ত্রনালয়ের চীফ একাউন্স অফিসার (অবঃ) লেখক মোঃ আব্দুল হক, লেখক ও গবেষক সৈয়দ মাহবুব জিলানী হিরন, লেখক ও গীতিকার মোঃ কদ্দুছ আলী মনোহর, লেখক ও সাংবাদিক দিদার এলাহী সাজু, ওয়ারেন্ট অফিসার (অবঃ) শাহ কিম্মত আলী, আমাদের গল্পকথা’র প্রতিষ্ঠাতা সভাপতি লেখক সৈয়দ আসাদুজ্জামান সুহান, লেখক ও শিক্ষক এম.এ ওয়াহেদ, লেখক আব্দুল্লাহ আবীর, লেখক মোঃ জাকির হোসেন বাহাদুর, লেখক ও গবেষক জাকারিয়া স্বাধীন, লেখক ইফতেকার তরফদার তারেক, লেখক সাজ্জাত চিহ্ন, লেখক ও ইউপি সচিব এসএম শাহেদ ও লেখক আবু বক্কর চৌধুরী শান্ত প্রমূখ। আলোচনা ও কবিতা আবৃত্তি শেষে হবিগঞ্জ সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘প্রত্যয়’ (ম্যাগাজিন) রবীন্দ্র-নজরুল প্রয়ান সংখ্যা ২০১৯-এর মোড়ক উন্মোচন করা হয়।


     এই বিভাগের আরো খবর