,

নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্য বিক্রি বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ও সৈয়দপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মিষ্টির দোকান ও হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ওই অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানকালে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে অবস্থিত বেঙ্গল ফুডসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১৫ হাজার, আউশকান্দি বাজারস্থ ফুলকলিকে বিদেশী পণ্যের বৈধ আমদানীর কাগজ দেখাতে না পারায় এবং নিজ হাতে মূল্য লেখার কারনে ১৫ হাজার টাকা, একই অপরাধে অপর অন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য বিক্রির কারনে জেবা হোটেল ও শাকিল হোটেলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়। অভিযানকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।


     এই বিভাগের আরো খবর