,

২৪ ঘন্টায় ৩০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সময় ডেস্ক:: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টার হিসেবে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ২০৯ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৯২ হাজার ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯১ হাজার ২৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৫৭ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৭৩৭ জন রোগী চিকিৎসাধীন। এদিকে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপক মজুমদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ল²ীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায়। মারা যাওয়া ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর জ্বর আক্রান্ত দীপককে মাইজদী প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু সনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে দীপকের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৪৯ জনে পৌঁছাল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মৃত্যু পর্যালোচনা কমিটি ১৫৮ জনের মৃত্যু পর্যালোচনা করে বলছে, ৯৮ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু। অন্য ৬০ জনের মৃত্যুর কারণ ডেঙ্গুর নয়।


     এই বিভাগের আরো খবর