,

বাহুবলে অবৈধ বালু-মাটি পাচার বন্ধে আরো কঠোর হচ্ছে প্রশাসন

বাহুবল প্রতিনিধি:: বাহুবলে অবৈধ বালু-মাটি পাচার বন্ধে আরো কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বেলা ১টায় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির মূখ্য উপদেষ্ঠা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিচিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব, আনসার ভিডিপি অফিসার রানা বণিক, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন ও মুফতি তাজুল ইসলাম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর