,

সিলেটে আবারও সরব সাবেক মন্ত্রী ফরিদ গাজীর বাসভবন

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহানগরী লামা বাজারস্থ ছায়া তরু-১, প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর বাসভবনে ২০১০ সালের পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলন মেলা হতো। কোন সভা-সমাবেশ হলে নেতাকর্মীরা কানায় কানায় ভরে যেতো। নেতৃত্ব আর সততা দিয়ে আওয়ামীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন জয় করেছিলেন প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। ২০১০ সালের ১৯ নভেম্বর মারা যান বাংলাদেশের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দীর্ঘদিনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী। এরপর থেকে আর এভাবে নেতাকর্মীদের মিলন মেলা হয়নি। দীর্ঘদিন পর আজ সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঠিক আগের মতো আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রয়াত নেতা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর বাড়িতে উপস্থিতি হন। পুরো বাড়ি কানায় কানায় ভরে যান। জ্যেষ্ঠ নেতারা প্রয়াত সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর স্মৃতিচারন করে বলেন, এভাবেই এক সময় ওই বাড়ি নেতাকর্মীদের মিলন মেলা হতো। প্রতিদিন সভা সমাবেশ হতো। কিন্তু তিনি মারা যাওয়ার পর আর এরকম সভা হয়নি। আজ সম্মেলন উপলক্ষ্যে নেতাকর্মীদের উপস্থিতি মনে করিয়ে দেয় ফরিদ গাজীর স্মৃতি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।


     এই বিভাগের আরো খবর