,

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা সদরে অবস্থিত স্থানীয় বড়বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খন্দকার ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন। এ সময় বিএসটিআইর অনুমোদন হীন ও মেয়াদ উর্ত্তীর্ণ পন্য বিক্রি করার অপরাধে মুুদি দোকান আলমগীর মিয়া ১০ হাজার, জুয়েল মিয়া ৫ হাজার, মুবিন উদ্দিন ৫ হাজার, শাবাজ মিয়া ৫ হাজার, আশরাফ উদ্দিন ৩ হাজার ও হাফিজুর রহমানকে ২ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বিভিন্ন ফার্মেসীতেও অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে কোন দোকানে বিএসটি আইর অনুমোদন বিহীন পণ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। ভ্রাম্যমান আদালত চলাকালে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।


     এই বিভাগের আরো খবর