,

গুজবে ভাসছে পুরো উপজেলা ”নবীগঞ্জে লবনের কেজি ১০০ টাকা বাজারে বাজারে লবন কেনার হিড়িক”

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জে গত দুই সাপ্তাহ যাবত পেয়াজের দাম জনসাধারণের নাগালের বাইরে। পেয়াজের পাশাপাশি যুক্ত হয়েছে লবন। লবনের প্রতি কেজি হবে ১৫০ থেকে ২০০ টাকা এমন গুজবে ভাসছে পুরো উপজেলা। এর ফলে গত সোমবার সন্ধ্যার পর থেকে নবীগঞ্জ শহরসহ ইনাতগঞ্জ, গজনাইপুর, আউশকান্দিসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় প্রত্যেকটি বাজারে হঠাৎ লবনের দাম বৃদ্ধি করে দেন ব্যবসায়ীরা। চারিদিকে চাওড়া হয় লবনের দাম । প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দাম হাঁকাচ্ছে ব্যবসায়ীরা। শুরু হয় লবন কেনার হিড়িক। লবনের স্বাভাবিক দাম ৩০ টাকা হলেও দাম বাড়ার সংবাদটি জানার পর প্রতিটি বাজারের প্রত্যেক দোকানে ৫০/৬০ টাকা কেজিতে মানুষ লাইন ধরে লবন কিনতে দেখা যায়। একেকটা দোকানে ব্যবসায়ীরা ৫ থেকে ১০ মন করে লবন বিক্রি করেছেন। ছোটখাটো মুদি দোকানিরা ও যে যার মত করে লবন বিক্রি করছেন। এক ঘন্টার মধ্য প্রায় দোকানেই লবন শুন্য হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার থেকে লবনের প্রতি কেজি হবে ১০০ থেকে ১২০ টাকা এমন গুজবে ভাসছে পুরো উপজেলা। এদিকে এসব প্রপাগন্ডা ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে লবনের দাম বাড়িয়ে বিক্রি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। এদিকে গুজবের খবর পেয়ে গত সোমবার রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিত-বিন-হাসান ও নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নির্দেশে একদল পুলিশ শহরে টহল দেয়। গুজবে কান না দিতে জনসাধারণকে আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান বলেন, যেসব ব্যবসায়ী অধিক লাভের আশায় ব্যক্তিগত দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর