,

নবীগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে এক পরিবারের উপর হামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে বরযাত্রীর গাড়ী পারকিং করাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে গিয়ে এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বরসহ ৫ জন আহত হয়েছে। আহত সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের  বালিধার বাজার সংলগ্ন  নারান্দি গ্রামের মৃত তৈয়ব উল্লার পুত্র জয়নাল মিয়া, আলাল মিয়া, মশাহিদ মিয়া, আলাল মিয়ার পুত্র মুহিবুর মিয়া এবং এবং আনোয়ার মিয়া গং একই গ্রামের দেবপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল কর, সাংগঠনিক সম্পাদক বিষু করের পূর্ব বিরোধ ছিল। বিরোধের ঘটনাটি সমাধান হলেও আক্রোশ রয়ে যায় তাদের মধ্যে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার  রনি করের বিয়ের অনুষ্ঠান চলছিল। কনের বাড়ির লোকজন রনির বাড়ির সামনে এসে গাড়ী পার্কিং করা নিয়ে চালকের সাথে পাশের বাড়ির তৈয়ব উল্লার পুত্র জয়নাল মিয়া, আলাল মিয়া, মশাহিদ মিয়া, আলাল মিয়ার পুত্র মুহিবুর মিয়া এবং এবং আনোয়ার মিয়া লোকজনের তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে এক পর্যায়ে ১০/১২ জনলোক দেশীয় অস্ত্রসহ নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় প্রদীপ করের পুত্র রনি কর (২২), কাজল করের পুত্র শান্ত কর (২১), পরেশ করের পুত্র বিকাশ কর (৪৫) আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে গোপলারবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে এবং থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। বিয়ে বাড়ীতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং নবীগঞ্জ থানা পুলিশের প্রতি হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষেদের সভাপতি নারায়ন রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর