,

বানিয়াচংয়ে লবনের মূল্যবৃদ্ধির গুজব আতংকিত না হওয়ার পরামর্শ ইউএনও’র

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে এবার সাধারণ খাবার লবনের মূল্যবৃদ্ধির গুজব ছড়ানো হচ্ছে। লবনের কেজি প্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধির গুজব ছড়ানো হচ্ছে। পিয়জের পর লবনের মূল্যবৃদ্ধির গুজবে সাধারণ ভোক্তা শ্রেনীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন লবনের মূল্যবৃদ্ধির গুজবে আতংকিত না হওয়ার জন্য মানুষজনকে পরামর্শ দিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন বাজার তদারকি করতে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন। গত সোমবার সন্ধ্যারাত থেকে বানিয়াচং উপজেলার সর্বত্র সাধারণ খাবার লবনের মূল্যবৃদ্ধির খবর রটে যায়। এ খবর শুনার পরপরই আতংকিত মানূষজনকে লবন কেনার জন্য বিভিন্ন দোকানে ভিড় করতে দেখা যায়। বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতংকিত না হওয়ার জন্য পরামর্শ দেন। কেউ কেউ আবার মূল্যবৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করে বিভিন্নরকম পোস্ট দেন। এ ব্যাপারে একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ শেখ জোবায়ের মূল্যবৃদ্ধির সম্ভাবনার কারনে কয়েক কেজি লবন কিনে রাখার কথা জানান। এ ব্যাপারে বড়বাজার প্রিয়া ষ্টোরের মালিক সঞ্জয় গোপ জানান, লবনের মূল্যবৃদ্ধির গুজবে অনেকেই লবন কেনার জন্য ভিড় করেছেন। তবে লবনের মূল্যবৃদ্ধির কোন সম্ভাবনা  নাই। কারন এখন লবনের মৌসুম। এ ব্যাপারে বড়বাজারের আরেক ব্যবসায়ী খেলু মিয়া জানান, লবনের কোন ঘাটতি নাই। মূল্যবৃদ্ধির ও কোন কারন নাই। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার জানান, বাজারে খাবার লবনের কোন ঘাটতি নাই। আমি বাজারের ব্যাবসায়ীদের দোকানে দোকানে গিয়ে কথা বলে এসেছি। ব্যবসায়ীগণ আমাকে আশ^স্ত করেছেন লবনের মূল্যবৃদ্ধি ঘটবে না। তাই সাধারণ মানুষজনকে আতংকিত না হওয়ার জন্য আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।


     এই বিভাগের আরো খবর