,

তিন দিনব্যাপী একুশে বইমেলা ও মুজিববর্ষ পালন করবে হবিগঞ্জ পৌরসভা

স্টাফ রিপোর্টার ॥ একুশে ফেব্রুয়ারীতে এবার ৩ দিনব্যাপী বই মেলা ও মুজিববর্ষ পালনের আয়োজন করবে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, অর্পনা পাল, নাট্য ব্যক্তিত্ব তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমূখ। বক্তারা বলেন বর্তমান প্রজন্মের মধ্যে বইকে আরো জনপ্রিয় করে তোলতে হবিগঞ্জ পৌরসভা পক্ষ হতে বইমেলার আয়োজন করা এখন সময়ের দাবী। তারা আরো বলেন হবিগঞ্জ পৌরসভা একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালন অনুষ্ঠান ও ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করবে। সভায় ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারী শুক্র, শনি ও রবিবার হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার ‘৩ দিনব্যাপী একুশে বইমেলা ও মুজিববর্ষ’ পালন করার সিদ্ধান্ত হয়। ওই ৩ দিনের প্রতিদিন সন্ধ্যায় পৌরমঞ্চে পরিবেশিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠান।


     এই বিভাগের আরো খবর