,

অতিথি পাখিদের স্থান আওয়ামী লীগে হবে না : এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড. মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, ত্যাগী এবং দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন, সুখে দুঃখে দলের সঙ্গে ছিলেন তারাই হবেন দলের নেতা। গতকাল সোমবার বিকেল কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এমপি আব্দুল মজিদ খান আরো বলেন, আমরা সুশৃংখল ও সুসংগঠিত আওয়ামী লীগ চাই। বিশৃংখলা চাই না। সুবিধাবাদীদের দলে চাই না। মৌসুমী ও অতিথি পাখিদের স্থান হবে না আওয়ামী লীগে। অতিথি পাখিরা সুসময়ে আসবে, দুঃসময়ে চলে যাবে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদেরই নেতা বানাতে হবে। কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক জসীমুল হক সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর