,

এক নজরে পৌরসভা

নবীগঞ্জ পৌরসভা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি স্থানীয় সরকার ব্যবস্থা সংগঠন। এই পৌরসভাটি বাংলাদেশের একটি “ক” শ্রেনীভূক্ত পৌরসভা। পৌরসভার ওয়ার্ড সংখ্যা: নবীগঞ্জ পৌরসভা মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। অবস্থান ও আয়তন: নবীগঞ্জ পৌরসভাটি সিলেট বিভাগের নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত। মানচিত্রে এর অবস্থান উত্তর অক্ষাংশ ২৪‘-৩৩“ থেকে ২৪‘-৩৪“ পূর্ব দ্রাঘিমাংশ ৯১-৩০‘ থেকে ৯১-৩২‘। এর আয়তন ৯.০৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা উপাত্ত: নবীগঞ্জ পৌরসভার মোট জনসংখ্যা ৩২,৫৮৬ জন। পুরুষ: ১৬,৮৫১ জন, নারী: ১৫,৭৩৫ জন।
ভোটদান ব্যবস্থা: এফপিটিপি সর্বশেষ নির্বাচন ৩০ ডিসেম্বর ২০১৫ সভাস্থল: নবীগঞ্জ পৌরসভা কার্যালয় ওয়েবসাইট: নবীগঞ্জ পৌরসভা কলেজ: নবীগঞ্জ পৌরসভায় দুটি কলেজ নবীগঞ্জ সরকারি কলেজ
ও আইডিয়াল উইমেন্স কলেজ। উচ্চ বিদ্যালয়: নবীগঞ্জ পৌরসভায় ১টি সরকারি ৪টি এমপি ভুক্ত ২টি নন এমপি ভুক্ত উচ্চ বিদ্যালয় রয়েছে।


     এই বিভাগের আরো খবর