,

ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিক্সা বা ব্যাটারি অবিলম্বে ফেরত প্রদান, শ্রমিকদের প্রশাসনিক হয়রানী বন্ধ করা, দূরত্ব অনুযায়ী অটোরিক্সার ভাড়া নির্ধারনী চার্ট প্রদানসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি অফিসার ইনচার্জ সদর মডেল থানা ও ট্রাফিক ইনচার্জ এর কাছে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা হিরা মিয়া, গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, এড. কামরুল ইসলাম, রাইমুল ইসলাম চৌধুরী, ছালেক মিয়া, কালা মিয়া, জাহির মিয়া, জজ মিয়া. আদিত্য রায় সানি। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচীর মাধ্যমে ৭ দফা দাবি আদায় করা হবে।


     এই বিভাগের আরো খবর