,

A screen displays the logo of the Copa America 2020 during the draw of the football tournament at the Convention Centre in Cartagena, Colombia, on December 3, 2019. - The Copa America 2020 football tournament will be held jointly by Argentina and Colombia next year from June 12 to July 12. Asian champions Qatar and previous winner Australia will participate as invited guest teams. (Photo by Juan BARRETO / AFP) (Photo by JUAN BARRETO/AFP via Getty Images)

পেছাল এবার কোপা আমেরিকা

সময় ডেস্ক॥ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এ জন্য করোনার ঝুঁকি এড়াতে এবার স্থগিত করা হলো কোপা আমেরিকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)। কোপা আমেরিকা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।’ তিনি আরো জানান, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। এর আগে দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা হওয়ার কথা ছিলো।


     এই বিভাগের আরো খবর