,

অতিরিক্ত পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় ডিস ব্যবসার টাকা ফেরৎ পাচ্ছেন এক প্রবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এ কাছে অভিযোগ করে ক্রয়কৃত জমি ও ডিস ব্যবসার টাকা ফিরে পাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার ডেমেম্বর গ্রামের এক সৌদি আরব প্রবাসী মোঃ সাবাজ মিয়া। পাশাপাশি এ নিয়ে দু’ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ নিস্পতি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম)। তিনি ডেমেম্বর গ্রামের মৃত উলফত উল্লা ছেলে সাবাজ মিয়া সৌদি আরব থাকা অবস্থায় তার ভাই আব্দুল আউয়াল জনকল্যাণ মূলক সমিতির নামে প্রতি মাসে তার কাছ থেকে ২ হাজার টাকা করে চার বছর যাবত নেন। ৪ বছর পর সমিতির শেয়ার হোল্ডারগণ ডিসের ব্যবসা করার সিদ্ধান্ত নেন। ওই ডিস ব্যবসা আয়ের টাকা আব্দুল আউয়াল নিজে উত্তোলন করতেন। সাবাজ মিয়া দেশে আসার পর তার ডিস ব্যবসার লভ্যাংশের টাকা জিজ্ঞাস করলে আব্দুল আউয়াল এড়িয়ে যান। ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের টাকা সাবাজ মিয়াকে দিতে অস্বীকৃতি জানান আব্দুল আউয়াল এবং আউয়াল তার মৌরসী সত্ব ২০ শতক ভূমি মৌখিকভাবে সাবাজ মিয়ার কাছে চার লক্ষ ৩০ হাজার টাকা বিক্রি করেন। কিন্তু উক্ত ভূমিটি রেজিস্ট্রি করে দেননি আউয়াল। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম অভিযোগ করলেও তিনি নোটিশ করে উভয় পক্ষকে অফিসে এনে গত বৃহস্পতিবার শালিস বৈঠকে বসেন। শালিসে উভয় পক্ষের বিরোধ নিস্পতি করে দেন তিনি। শালিসের আব্দুল আউয়াল বিক্রিত ২০ শতক জায়গা দলিল মূল্যে সাবাজ মিয়াকে বুঝিয়ে দেবে বলে অঙ্গিকার করেন এবং ডিস (ক্যাবল) ব্যবসার মালিকানা উভযপক্ষ সমানভাবে ভাগ বন্টন ও ব্যবসার প্রাপ্ত লাভের অংশটুকুও উভয় পক্ষ সমানভাবে ভাগ করে নেবেন বলে শালিসে সিদ্ধান্ত নেয়া হয়। দুই আপন ভাইয়ের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দেন অতিরিক্ত পুলিশ সুপার।


     এই বিভাগের আরো খবর