,

লাখাইয়ে সামাজিক দূরত্ব না মেনেই টিসিবি’র পণ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস যখন আতঙ্ক,, তখনই করোনা মোকাবেলায় সাধারণ মানুষ,, কিন্তু হবিগঞ্জের লাখাইয়ে দেখা গেছে টিসিবির পণ্য বিতরণের অন্যরকম চিত্র,, নিয়ম না মেনেই টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। দেখার কেউ নেই?
১১ এপ্রিল (শনিবার) লাখাই উপজেলার ১ নং ইউনিয়ন পরিষদ সামনে টিসিবির পণ্য বিতরণ কালে জনসমাগমের এমন চিত্র দেখা গেছে।
টিসিবির পণ্য কিনতে আসা জাফর আলী, সবুজ মিয়া, নুর আলী, কামাল মিয়া সহ অনেকেই জানান, আমরা দির্ঘ্য সময় দাড়িয়ে থেকে টিসিবির পণ্য গ্রহণ করেছি। যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি ।
এ বিষয়ে টিসিবির ডিলার মেসার্স আমেনা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন মান্না  দৈনিক হবিগঞ্জ সময় পএিকার প্রতিনিধি সূর্য্য রায়  কে জানান, আমরা নিয়ম অনুয়ায়ী দেওয়া চেষ্টা করছি এবং দেওয়া হচ্ছে ও। কিন্তু কিছু উশৃঙ্খল মানুষের কারণে লাইন ভঙ্গ হয়ে যায়। মানুষ যদি এমন উশৃঙ্খল না হয়ে লাইন বায় লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য গ্রহণ করলে লাইন ভঙ্গ হতোনা। নিয়ম অনুয়ায়ী টিসিবির পণ্য বিতরণ করা যেত


     এই বিভাগের আরো খবর