,

অসহায় দিনমজুরদের কষ্ট লাগবে এগিয়ে এসেছে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্ট

মরনঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সারাদেশ লকডাউন ॥ সাধারন কেটে খাওয়া ও হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষ খাদ্য সংকটে পড়েছেন ॥ খেটে খাওয়া দিনমজুর মানুষের জীবন অনাহারে শেষের দিকে। অসহায় দিনমজুরদের কষ্ট লাগবে এগিয়ে এসেছে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্ট

বুলবুল আহমদ : মরনঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সারাদেশ লকডাউন। সাধারন কেটে খাওয়া ও হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষ খাদ্য সংকটে পড়েছেন।এর মধ্যে সারাদেশে লকডাউন। এতে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, পিয়ারজ, আলু, সাবান কেউ পাচ্ছে আবার কেউ চুরি করছে! সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে নবীগঞ্জের আসল কয়েকটি চোর এখননো অধরা ধাকায়ও আরো সংকট বৃদ্দি পাচ্ছে। সচেতনরা দাবী জানান প্রশাসনের যেন এই চোরদের প্রতি নজর রাখেন। এর মধ্যে খেটে খাওয়া দিনমজুর মানুষের জীবন অনাহারে শেষের দিকে। এতে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্টে খেটে খাওয়া মানুষের পাশে দাড়ালো। অসহায় দিনমজুরদের কষ্ট লাগবে এগিয়ে এসেছে নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের অত্যান্ত সুপরিচিত “এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাস্ট”। গতকাল রোববার দুপুরে উক্ত ট্রাস্টের উদ্যোগে কুর্শী গ্রামের হতদরিদ্র লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উক্ত ট্রাস্টের সভাপতি জনাব এম এ রহিম চৌধুরী, ট্রাস্টের অন্যতম সদস্য লুৎফুর রহমান চৌধুরী, সুমন আহমদ চৌধুরী, এবিএম ইব্রাহিম চৌধুরী, শিহাব আহমেদ চৌধুরী সহ আরো অনেকেই। এ সময় ট্রাস্টের সভাপতি এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, আমার বড় ভাই মরহুম এম এ গফুর চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ট্রাস্ট আপনাদের সেবা দেওয়ার লক্ষেই কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে আমি অতীতেও ছিলাম আপনাদের সেবায়, এখনো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকতে চাই। তবে এ ট্রাস্টের আরো এগিয়ে যাওয়ার পথে তিনি সকলের সার্বিক সহযোগীতাকামনা করছি। এবং তার পরিবারের সদস্য সহ ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য সবার জন্য দোয়া চান। এ ব্যাপারে উক্ত ট্রাস্টের যুগ্ন সাধারন সম্পাদক আমেরিকা প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর সাথে টেলিফোনে আলাপকালে তিনি জানান, বাবার নামে প্রতিষ্ঠিনটি ট্রাস্টের কার্যক্রম মৃত্যু আগ পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি। এ জন্য আপনাদের সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এ ট্রাস্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও এলাকার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং মহামারি করোনা ভাইরাস থেকে সবাই সর্তক থাকার আহনাও জানান।


     এই বিভাগের আরো খবর