,

সাকিবের ব্যাট বিক্রি করায় তাকে নিয়ে করা কিছু সমালোচনার জবাব…

জাবেদ ইকবাল তালুকদার : নিলামে ব্যাট বিক্রি করায় সাকিবকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন এবার তাকে নিয়ে করা সমালোচনার জবাব দিলেন এক সাকিব ভক্ত, ”BD Cricket” নামে এক পাবলিক গ্রুপে ” Mohammad Shawked Faruk” নামে একজন পোস্ট করেন..

দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তার পোস্ট হুবহু তুলে ধরা হল….

*ব্যাট বিক্রি করে কেন সাহায্য করবে সাকিবের কি টাকা কম আছে নাকি?

*সাকিবের কি এতই অভাব যে ব্যাট বিক্রি করে সাহায্য করতে হলো?

*পারলে বউ টারেও বিক্রি করে দেন, শালা চিটার-বাটপার কোনহানকার।

*দেশের প্রথম সারির ধনী সে, ২০ লাখ টাকা দান করার জন্য ব্যাট বিক্রি করা এটা লোক দেখানো।

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি….

এবার আসি উত্তরে

*তো কি আপনার মতো গাঁজা বিক্রি করবে নাকি? গাঁজা খেয়ে কথা বলা বন্ধ করুন।
সে প্রথম বার ব্যাক্তিগত ভাবে ৫০ লক্ষ টাকা দান করেছেন এবং পরবর্তীতে ফান্ড সংগ্রহ করে ২০ লক্ষ করে দুই বার দান করেছেন।
তার ফাউন্ডেশন সম্পর্কে ধারণা রাখেন?

*সে তার সবথেকে প্রিয় ব্যাট টা বিক্রি করে কি তার সংসার চালাবে? নাকি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে?

*এই ব্যাট দিয়ে সে ১৫০০+ রান করেছে। বিশ্বকাপে ৬০৬ রান করেছে। ব্যাট টা তার কাছে কতটা প্রিয় হতে পারে বুঝেন? কিন্তু সে বুঝিয়ে দিয়েছে তার কাছে এর থেকেও বেশি প্রিয় জিনিস তার দেশের মানুষের ভালো থাকা। এটাকে সম্মান করলে শিখুন। না পারলে চুপ করে থাকুন।

*ভাই সে যেভাবেই হোক ২০ লক্ষ টাকা সংগ্রহ করে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই টাকা দিয়ে সংসার চালাবে না। আপনি ২০ টাকা দিয়ে সাহায্য করুন। তাকে ধন্যবাদ দিতে না পারলে চুপ থাকুন। অযথা সমালোচনা করে নিজের নিচু মানসিকতার পরিচয় দিবেন না।

* জর্জ বাটলার তো আরো কতো আগেই নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছে। মুশফিক তো সাকিবের আগে ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছে। মোহাম্মদ আশরাফুল ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছে।
কোই তাদের নিয়ে তো সমালোচনা করছেন না। সাকিব যা করে তাতেই আপনাদের চুলকানি উঠে যায়!?

*সবশেষে যা বুঝলাম, সাকিব নিজের একটা কিডনি বিক্রি করে দান করলেও একদল মানুষের মন ভরবে না। তাদের যুক্তি হবে আল্লাহর দেওয়া জিনিস বিক্রি করলো কেন?


     এই বিভাগের আরো খবর