,

তামিমের চোখে কঠিন ৩ বোলার

সময় ডেস্ক ॥ ক’দিন আগে ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মুখোমুখি হওয়া কঠিন পাঁচজন ব্যাটসম্যানের নাম বলেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি তার খেলা তিনজন কঠিন বোলারের নাম বলেছেন। তামিমের তালিকায় আছেন দু’জন স্পিনার এবং একজন পেসার। ভারতের ক্যারম বল স্পিনার রবিশচন্দন অশ্বিনকে তিনি তার তালিকায় রেখেছেন। এছাড়া পাকিস্তানের দুসরা বিশেষজ্ঞ সাইদ আজমল আছেন তামিমের তালিকায়। আর পেসার হিসেবে তার সবচেয়ে কঠিন মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকে। তামিম একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রথমে আমি সাইদ আজমলের কথা বলবো। যখন সে তার সেরা সময়ে ছিল, আমি তার বল বুঝতে পারতাম না। তাকে খেলতে আমার বেশ সমস্যায় পড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলকেও আমার কঠিন লেগেছে। এছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন রবিশচন্দন অশ্বিন।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেটাররা ঘর বন্দী আছেন। বাসায় বসেই করছেন ফিটনেস নিয়ে কাজ। এছাড়া করোনা লড়াইয়ে বিভিন্নভাবে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। তামিম ইকবাল দেশের বিভিন্ন ক্রীড়া অঙ্গনের ৯১ জন অসচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছেন। করোনার মধ্যে ভক্তদের সঙ্গে দূরত্ব ঘুচাতে শনিবার রাত সাড়ে দশটায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মুশফিকের সঙ্গে লাইভে আড্ডা দেওয়ার কথা আছে তামিমের।


     এই বিভাগের আরো খবর