,

এই মহামারিতে দিন মজুর ও খেটে খাওয়া ৫০৫ জন মানুষের পাশে ত্রাণ সামগ্রী ও ঘর নিয়ে দাড়ালো আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট

সংবাদদাতা বুলবুল আহমদ : মহামারি করোনা ভাইরাসের কারণে ঘর বন্ধি দিনমজুর ও ভিটে মাঠিহীন লোকজনদের পাশে দাড়ালো আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট। জানাযায়, সিলেটের ছাতকের সৈদেরগাও- গোবিন্দগঞ্জের জালালপুর পয়েন্টে গত বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় ওয়েলফেয়ার ট্রাস্ট কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ৫শত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ ও ঐ এলাকার অসহায় হতদরিদ্র ভিটেহীন ৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সৈদেরগাও- গোবিন্দগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক সমর উদ্দিন, বাউল চন্দন মিয়া, জুবায়ের মিয়া, রফিক উদ্দিন সহ আরো অনেকেই। যুক্তরাজ্য প্রবাসী সৈদেরগাও- গোবিন্দগঞ্জের কৃতিসন্তান আতাউর রহমান আনাসারের ট্রাস্টের পক্ষ থেকে ঘর পেয়েছেন সৈদেরগাও গ্রামের আব্দুর রব, মকবুল হোসেন, কটালপুর গ্রামের রাকিব মিয়া, মতলিব মিয়া, আইলকিয়ারী গ্রামের জহুর উদ্দিন এর মাধ্যে ঘর হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর