,

লাখাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম, উজ্জল মিয়াকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদন্ড ও ডিলারশীপ বাতিল

সূর্য্য রায় :  হবিগঞ্জের লাখাইয়ে  খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের দায়ে উপজেলা  যুবলীগের সাংগঠনিক সম্পাদক  ডিলার উজ্জ্বল আহামেদ (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড  দেওয়া হয়েছে। এছাড়াও তার ডিলারশিপও বাতিল করা হয়। গতকাল, সোমবার (১৮ মে) দুপুরের দিকে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  এ দণ্ডাদেশ দেন। অভিযুক্ত উজ্জ্বল আহামেদ উপজেলার জিরুন্ডা গ্রামের  আব্দুল মজিদের ছেলে ।
জানা যায়, উপজেলার মোড়াকরি  ইউনিয়নের ফুলবাড়িয়া   বাজারে হতদরিদ্র নিবন্ধিত পরিবারগুলোর জন্য মাসে ৩০ কেজি করে  সরকারের নির্ধারিত যে পরিমাণ চাউল তার নিধারিত গোদামে থাকার কথা  সে পরিমাণ পাওয়া যায়নি। তার গোদামে ৩ টন চাউল কম পাওয়া যায়।  পরে ভ্রাম্যমাণ আদালত এই অনিয়মের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলারের নীতিমালা ও অঙ্গীকার নামার শর্ত লঙ্ঘনের দায়ে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।’ লাখাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এ তথ্য নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর