,

৯৯ জন যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান আবাসিক ভবনে বিদ্ধস্ত, নিহত ১০৭

মুস্তাকিম হুসাইন : গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের লাহোর থেকে করাচীর উদ্দেশ্যে ৯৯ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে ছেড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এয়ারবাস এ – ৩২০ নামক একটি উড়োজাহাজ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানবন্দরের পাশ্ববর্তী মডেল কলোনি নামক একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ১১ জন যাত্রী নিহত হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম দি ডন বলেছে। বিমানের এই দুর্ঘটনার সাথে সাথেই পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে বলে পাকিস্তান আইএসপিআরের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। করাচীর প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী দি ডনের বরাতে ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এই রিপোর্ট পাওয়া পর্যন্ত ১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাকিস্তান এয়ারলাইনসের কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, উড়োজাহাজটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে দিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানের চাকা খুলতে পারছিল না। পাইলট ট্রাফিক কন্ট্রোল রুমে এই যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন বলে পাকিস্তান এয়ারলাইনসের প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল এরশাদ মালিক স্বীকার করেন। তবে কি কারণে যান্ত্রিক ত্রুটির কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
দি ডন পত্রিকার খবরে প্রকাশ, ঘটনার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ হয় তারপর তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসে জ্বলন্ত আগুন ও ধোঁয়া উড়তে দেখেন। তিনি বলেন কমপক্ষে চারটি বাড়ি পুরোপুরি বিদ্ধস্ত হয়েছে। সর্বশেষ এপি’র খবর অনুযায়ী ৯৯ জন যাত্রী, ৮ জন ক্রুর সবাই নিহত হয়েছেন। সর্বমোট ১০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর