,

মাধবপুর উপজেলায় ইমারত নির্মাণ  শ্রমিক ইউনিয়ন  মাঝে প্রধানমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ

পিন্টু অধিকারী  : মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন   সম্মুখে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়  মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে (কোভিড-১৯) নোভেল করোনা ভাইরাসে মাধবপুর উপজেলার ইমারত নির্মাণ   ইউনিয়ন শাখা, তেলিয়াপাড়া শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল, শনিবার (২৩মে)  দুপুরে শাহজাহানপুর ইউনিয়নের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার ২০০ জন    মানুষের মাঝে চাল,ও আলু বিতরণ করা হয়।  ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের তেলিয়াপাড়া শাখার সভাপতি প্রতিষ্ঠাতা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা এস এ এম মোক্তাদির এবং প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সাধারণ সম্পাদক তৈমুছ আলী পরিচালনায় প্রধানমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার,  মাধবপুর থানার এস. আই  ইসমাইল,এ সময় আরো উপস্থিত ছিলেন,শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী,এবং ইউনিয়ন এর সদস্য বৃন্দ ও সাংবাদিক পিন্টু অধিকারী প্রমুখ।  আয়েশা আক্তার  বলেন, করোনা পরিস্থিতির কারণে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের তেলিয়াপাড়া শাখার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে  থাকার অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলেই ইমারত নির্মাণ  শ্রমিক ইউনিয়নের প্রশংসা ও শুভকামনা জানান।


     এই বিভাগের আরো খবর