,

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে ঈদ পালন

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : আজ রবিবার বাংলাদেশের আভ্যন্তরে বিভিন্ন জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন বিভিন্ন পীর ও তরীকার অনুসারীরা। বৈশ্বিক নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদগাহের পরিবর্তে মসজিদ ও বিভিন্ন বাড়ির আঙ্গিনা ব্যাবহার করেছেন তারা। এসব তরিকত ও পীর পন্থীদের বক্তব্য হলো পৃথিবীতে একটাই সুর্য, একটাই চাঁদ, একই কোরআন, একই হাদিস তাহলে ঈদ পালন দুইদিনে হবে কেন ? বাংলাদেশে বেশ কয়েকবছর আগে থেকেই একদিন আগে সৌদি আরবের সাথে বেশ কিছু এলাকায় ঈদ পালিত হচ্ছে। ক্রমেই এর পরিধি বাড়ছে। দিনাজপুর জেলা শহরে বাসুনিয়াপট্টির পার্টি সেন্টার নামক একটি কমিউনিটি সেন্টারে শতাধিক মুসল্লীর উপস্থিতিতে সাঈদির রহমানের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরল উপজেলার বালান্দোর গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের জামে মসজিদে ও বিনাইল ইউনিয়নের আয়ড়া বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মুন্সিপাড়া, সুন্দ্রাহবী, আমিনগঞ্জ গ্রামের শতাধিক লোক নিয়ে মাওলানা আব্দুল হামিদের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা শহরের সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্তা নামে একটি বাড়ির আঙিনায় ৩০/৪০ জন নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে মাওফিক চৌধুরী পীর সাহেবের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চেরপুর জেলার সদর উপজেলার চারখাঁরচর পাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়ায় পৃথক ৩ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার চতল, নলিতাবাড়ি উপজেলার গোবিন্দনগর ছয়আনী পাড়া ও নন্নী মধ্যপাড়ায় পৃথক ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া দক্ষিণ পাড়া, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, ইত্যাদি গ্রামের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলার বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠি, মহানগরীসহ সদর উপজেলার তাজকাঠি ও সাহেবের বাড়ি এলাকায় প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে। শরীয়তপুর জেলার সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা আজকে ঈদ পালন করছেন।বরগুনা জেলার ১৫ টি গ্রামের ১০০ টি পরিবারের কাদেরিয়া তরীকার অনুসারীরা ঈদ পালন করছেন। চাঁদপুর জেলার ২৪ টি গ্রাম, দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু এলাকার মানুষ ঈদ পালন করছেন আজ।


     এই বিভাগের আরো খবর