,

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গত ২৫মে (সোমবার) ঈদের দিন দিবাগত রাত সাড়ে ১১ টার সময় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহীর স্ত্রী, ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, অসংখ্য শিক্ষার্থীর পথের দিশা নিলুফার মঞ্জুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্বামী মঞ্জুর এলাহি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের বাবা ডা. মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৭৩ সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বগুড়া-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অধ্যক্ষ নিলুফার মঞ্জুর জনতা ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋৃণ নিয়ে ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি রাজধানী ঢাকার ইন্দিরা রোডের নিজ বাসার রুমে ঢাকার ঐতিহ্যবাহী সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। সানবিমস স্কুল আজ দেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ঢাকার উত্তরা ও ধানমন্ডিতে সানবিমস এর ২ টি শাখা আছে। প্রায় ৩ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত সানবিমস এর অঙ্গন। অধ্যক্ষ নিলুফার ১৯৬৬ সালে সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রটোকল ও স্বাস্থবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নিলুফার মঞ্জুরকে দাফন করা হবে। জনতা ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ডেস্ক আর বেঞ্জ কিনে ইন্দিরা রোডে নিজের বাসায় সেই স্কুলের গোড়াপত্তন করেন নিলুফার মঞ্জুর। বর্তমানে ধানমণ্ডি ও উত্তরায় এ স্কুলের দুটি শাখায় প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে।


     এই বিভাগের আরো খবর