,

সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন মারা গেছেন

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গতকাল, ২৬মে (মঙ্গলবার) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানী ঢাকার উত্তর রেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক জাতীয় সংসদ সদস্য ( চাঁদপুর -৫) , সাবেক পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বিএনপি’র, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন ( মতিন স্যার বলে এলাকায় পরিচিত)। মরহুম এমএ মতিন গত নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে উত্তরা রেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মরহুম এমএ মতিনের স্ত্রী চার বছর আগে ইন্তেকাল করেছেন। ১ ছেলে ও ৪ মেয়ে রয়েছে তার।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এলাকায় ‘মতিন স্যার’ নামে পরিচিতি পাওয়া এই সাবেক সাংসদ পেশাগত জীবনের শুরুতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে (বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষকতা করেছেন। মরহুম এমএ মতিন হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হন। এরপর তিনি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুম এমএ মতিন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৯ সালে ( সাবেক কুমিল্লা – ১৪), তখনকার নবগঠিত দল বিএনপির মনোনয়ন পেয়ে। এরপর পুনর্গঠিত আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ মতিন। মেডিকেল হাসপাতালে গোসল সেরে কাফন পরানো পরে আজই মরহুমকে তার নিজের গ্রামে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেওয়া হবে। সেখানে স্থানীয়ভাবে সংক্ষিপ্ত জানাজা শেষে তাকে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


     এই বিভাগের আরো খবর