,

যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন ইউ এসএ ইনক উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পিন্টু অধিকারী : করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলারশাহজাহানপুর ইউনিয়নে আর্ত  মানবতার সেবায় সবর্দা নিয়োজিত, যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন ইউএসএইনক উদ্যোগে করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী প্যাকেট পর্যায়ক্রমে বিতরণ করা হয়।আজ (২৩ জুন) মঙ্গলবার সকালে শাহজাহানপুর ইউনিয়নে করোনায় কর্মহীন দুর্গত  গরিব অসহায় মানুষের মাঝে ১৫০জনকে  খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন সৌজন্যে এমরান চৌধুরী। এসব খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ৫কেজি চাউল, ৫ শ গ্রাম সোয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল,সাবান ১টা, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ । এমরান চৌধুরী তার নিজস্ব তহবিল থেকে ২৫ জনকে ২০০ টাকা করে ৫০০০ টাকা বিতরণ করেন।  উপস্থিতছিলেন,  সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, শ্যামল কান্তি রায়, ইউপি মেম্বার সদস্য আবুল খায়ের, পরিবার পরিকল্পনা পরিদর্শক  নজরুল ইসলাম ও সাংবাদিক পিন্টু অধিকারী। পারভেজ হোসেন চৌধুরী বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হবেন না।  নিজে সচেতন হোন ও অন্যকেসচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন।


     এই বিভাগের আরো খবর