,

সুপার ওভারের আগে ‘সিগারেট ব্রেক’ নিয়েছিলেন স্টোকস

সময় ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হওয়া বেন স্টোকস সুপার ওভারের আগে ‘সিগারেট ব্রেক’ নিয়েছিলেন বলে উঠে এসেছে এক বইয়ে। ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের ওপর লেখা ‘মরগানস ম্যান :দ্য ইনসাইড স্টোরি অব ইংল্যান্ডস রাইজ ফ্রম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হিউমিলিয়েশন টু গ্লোরি। বইটি লিখেছেন নিক হল্ট ও স্টিভ জেমস। বিশ্বকাপ ফাইনালের বর্ষপূর্তির দিনে বইটির অংশবিশেষ প্রকাশ করেছে নিউজিল্যান্ডের স্টাফ.কো.এনজেড। পঞ্চাশ ওভারি খেলায় ৮৪ রানে অপরাজিত স্টোকস সুপার ওভারের আগে কী করেছিলেন তার বর্ণনায় লেখা হয়, ‘তার পুরো গায়ে ছিল ধুলো আর ঘাম। অবিশ্বাস্য চাপের মধ্যে দুই ঘণ্টা ২৭ মিনিট ব্যাট করে এসেছে তখন। স্টোকস তখন কী করলেন? ইংল্যান্ডের ড্রেসিংরুমের পেছন দিকে গেলেন। ছোট্ট একটা কক্ষে গেলেন এবং শাওয়ার নিলেন। সেখানে একটি সিগারেট ধরিয়ে কয়েক মিনিট নিজের মতো করে থাকলেন।’


     এই বিভাগের আরো খবর