,

বিদেশী চিকিৎসক ও নার্সরা চাকুরীর জন্যে সহজে ব্রিটেনে আসতে পারবেন

লন্ডন থেকে মতিয়ার চৌধুরী : লন্ডন কনজারভেটিভ সরকার ঘোষিত নতুন ইমিগ্রেশন আইনে এখন থেকে বিদেশী চিকিৎষক ও নার্সদের ব্রিটেনে চাকুরী করার পথ সুগম হল। এই নিয়মে বিদেশী ডাক্তার ও নার্সরা সহজে ব্রিটেনে আসতে পারবেন। এক দশকেরও বেশী সময় ধরে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) চিকিৎসক ও নার্স সংকটে ভুগছে। আর এই সংকট কাটিয়ে উঠতে সরকার এই পদক্ষেপ নিল। প্রতিদিন হাজার হাজার করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে এনএসএস কর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলায় অভিবাসী এবং শরনার্থী চিকিৎসকদের জন্যে এনএইচএস-এর দরজাটা খুলে দিল সরকার। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়াতে সরকার এই সিদ্ধান্ত নিল। ২০২১ সালের জানুয়ারি থেকে বিশ্বজুড়ে যোগ্য ডাক্তার, নার্স ও বিভিন্ন ক্ষেত্রে স্কীলদের জন্য একটি নতুন ফাস্ট ট্র্যাক ভিসা রুট তৈরির পরিকল্পনা উম্মোচন করেছে সরকার। এই সামার থেকে চালু হওয়ার জন্য নির্ধারিত নতুন হেলথ অ্যান্ড কেয়ার ভিসাটি এনএইচএসে, এনএইচএস কমিশনড সার্ভিস প্রোভাইডারদের জন্য সহজ হবে। এই নতুন নিয়ম খোলার জন্য প্রয়োজনীয় আইন সংসদে এই সপ্তাহে উত্থাপন করা হবে আর আইনটি সংসদে পাশ হওয়ার সাথে সাথে হেল্থ সেক্টরের দক্ষ চিকিৎসক ও নার্সরা আগস্টের পর থেকে ভিসার জন্যে আবেদন করতে পারবেন। হেল্থ সেক্টরের এই ভিসা অন্যান্য ভিসা আবেদনের চেয়ে ভিসা ফি কম এবং সহজ হবে। থাকবে পয়েন্ট ভিত্তিক সিস্টেম। নতুন এই নিয়মে কম খরচে দ্রুত এবং সহজে বিশ্বের যে কোন প্রান্থ থেকে ব্রিটেনে আসতে পারবেন। নতুন ইমিগ্রেশন সিস্টেমটি এনএইচএস সরবরাহ করবে এবং নিশ্চিত করবে ব্রিটেনের স্বাস্থ্যসেবার ভবিষ্রৎ।


     এই বিভাগের আরো খবর