,

মাধবপুরের বিশিষ্ট ব্যাংকার মুজিব উদ্দিন চৌধুরী আর নেই

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার কাশিমপুর গ্রামের বিখ্যাত সমাজ সেবক এবং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক (প্রথম বা প্রতিষ্ঠাতা) চেয়ারম্যান এবং চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জমিদার শামসু উদ্দিন চৌধুরী ছেলে বিশিষ্ট ব্যাংকার ও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মুজিব উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেল পাচঁ ঘটিকায় ঢাকার মিরপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন। ১৯৪৮ সালে জন্ম নেওয়া মুজিব উদ্দিন চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি কিছু দিন চৌমুহনী খুর্শিদ হাই স্কুলে শিক্ষকতা করেন। কৃষি ব্যংকের প্রধান কার্য্যালয় থেকে সম্প্রতি তিনি অবসর গ্রহন করেছিলেন। চলচ্চিত্র অভিনেতা সাইফ খান তাঁর সন্তান। ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন।


     এই বিভাগের আরো খবর