,

মৌলভীবাজারে ১ হাজার পেড়িয়ে করোনা রোগীর সংখ্যা

বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার : দেশের প্রত্যেকটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলছে। এর ব্যতিক্রম নয় মৌলভীবাজার জেলাও। প্রতিনিয়তই শনাক্ত হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগী। গতকাল, সোমবার মৌলভীবাজার জেলায় আরও ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৪অংকের ঘরে।
আজ, মঙ্গলবার (৪ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  নতুন শনাক্ত ৯ জনের মধ্যে শ্রীমঙ্গলে ৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের ৫ জন রয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন জেলার ১২ জন করোনা রোগী। তবে কোনো করোনা রোগী মারা যান নি। গতকালের শনাক্ত ৯ জন নিয়ে জেলায় বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক হাজার। সুস্থ হয়ে উঠেছেন জেলার ৫৮৩। মোট শনাক্তের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ জন।
মোট শনাক্ত ১০০০ জনের মধ্যে সদরে ৫৮ জন, রাজনগরে ৭২ জন, কুলাউড়ায় ১৪০ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ১০৩ জন, জুড়ীতে ৯১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের ৩৬১ জন রয়েছেন।


     এই বিভাগের আরো খবর