,

লেভি এবার মেসিকে জবাব দাও: মুলার

সময় ডেস্ক ॥ চেলসিকে দুই লেগে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌছেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। আগামী ১৪ আগস্ট শুক্রবার রাতে সেমিতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার মনে করেন, লেভানডভস্কি ওই ম্যাচেও বায়ার্নের অলরাউন্ড আক্রমণ বার্সাকে দেখিয়ে দেবেন। জবাব দেবেন মেসির। চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে জোড়া গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকার দলের ৪-১ গোলের জয়ের বাকি দুই গোলে দিয়েছেন সহায়তা। অন্যদিকে বার্সেলোনা জিতেছে মেসির নৈপুণ্যে। দলের ৩-১ গোলের জয়ে মেসি এক গোল করেছেন, একটিতে সহায়তা দিয়েছেন। পেনাল্টিও আদায় করে দিয়েছেন তিনি। বার্সা-বায়ার্ন ম্যাচে তাই মেসি-লেভির লড়াই দেখা যাবে। চলতি মৌসুমে লেভি লিগে এবং চ্যাম্পিয়নস লিগে গোলের সামনে খুনে মেজাজ ধারণ করেছেন। মেসিও আছেন দারুণ ছন্দে। গোল করে ও গোল করিয়ে বার্সায় অনন্য তিনি। জার্মান ফরোয়ার্ড টমাস মুলার তাই বলেন, ‘কাদের আক্রমণ ভালো শুক্রবার দেখা যাবে। লেভিকেই এর উত্তর দিতে হবে।’ মুলার জানান, মেসিও নাপোলির বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। কিন্তু উত্তরটা দিতে হবে লেভির এবং আমাদের তাকে সহায়তা করতে হবে। তিনি বিশ্বাস করেন, মেসিরা বড় ম্যাচে যা কিছু ঘটিয়ে দিতে পারেন। হয়তো লিগ মৌসুম তাদের খুব একটা ভালো যায়নি। কিন্তু তাতে কোন সমস্যা দেখেন না মুলার।


     এই বিভাগের আরো খবর