,

‘টিকিট না পেলে আত্মহত্যা করব’

সময় ডেস্ক ॥ নোয়াখালীর ইসমাইল হোসেন। এই সৌদি প্রবাসী ছুটিতে দেশে এসেছিলেন। এখন কর্মস্থলে ফিরতে চান। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরতে না পারলে চাকরিও থাকবে না। তাই টিকিটের এসেছেন ঢাকায়। কিন্তু টিকিট না পেয়ে হতাশ তিনি। ইসমাইল বলেন, আমার বাড়িতে ৭ জন সদস্য। সবাই আমার আয়ের ওপর নির্ভরশীল। আমি প্রায় ৮ মাস ধরে দেশে বসা, এখন যদি যেতে না পারি তবে না খেয়ে মরতে হবে। আর যেতে না পারলে আত্মহত্যা করতে হবে। টানা তৃতীয় দিনের মতো টিকিটের অপেক্ষায় প্রহর গুণছেন সৌদি প্রবাসীরা। আজ বুধবারও তারা রাজধানীর কাওরান বাজার-বাংলামোটর সড়ক অবরোধ করেন। তবে কিছু সময় পরই পুলিশের হস্তক্ষেপে তারা সড়কটি ছেড়ে দেন। প্রবাসীদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ফিরতে চান প্রবাসীরা। তারা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। টিকিট প্রত্যাশী আবুল হোসেন অভিযোগ করেন, রিটার্ন টিকিটসহ আসলেও এখন সেই টিকিটে যেতে পারছেন না। আবার টিকিট নির্ধারিত দামেও পাচ্ছেন না। অনেকে অধিক দাম দিয়ে টিকিট নিয়ে যাচ্ছেন। স্ত্রী ও মায়ের গহনা বিক্রি করে সৌদিতে গিয়েছিলেন রাজন ইসলাম। তিনি বলেন, এখন যদি টিকিট না পাই, কাজে যেতে না পারি বাড়িঘর বিক্রি করে দিতে হবে।


     এই বিভাগের আরো খবর