,

হবিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

সংবাদদাতা ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ‘বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় লস্করপুর ইউনিয়ন পরিষদে শতাধিক নারী ও স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা পুলিশের আয়োজনে এ ‘বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ইউপি মেম্বার আলী আজগর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন বিট অফিসার আবদুর রহিম। এতে বক্তব্য রাখেন, লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, ইউপি মেম্বার মনির মিয়া, ফুল মিয়া, মোঃ আলা উদ্দিন, ফজলু মিয়া, জয়নাল মিয়া, শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষার্থী নাদিয়া, ঐশী ও গৃহবধু রাবেয়া খাতুন প্রমুখ। সভায়, বিট পুলিশিংয়ের কার্যক্রম তুলে ধরা হয় এবং নারী ও শিশুদের সাথে পুলিশের সরাসরি সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।
পরে শতাধিক নারী ও শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে র‌্যালী বের হলে নতুন বাজার প্রদক্ষিন করে।


     এই বিভাগের আরো খবর