,

হবিগঞ্জে দুই শিক্ষাবিদের সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বৃটিশ শাসনের নাগপাশ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, বরেণ্য সাংবাদিক, বাগ্মী রাজনীতিবিদ পইল গ্রামের কৃতি সন্তান বিপিন চন্দ্র পালের ১৬২তম জন্মদিন উপলক্ষে দুই শিক্ষাবিদকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রবিবার সন্ধ্যায় পইল গ্রামে বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদের উদ্যোগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ ও পইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুস সোবহান (মরনোত্তর) এর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পইল ইউপি চেয়ারম্যান ও বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ মইনুল হক আরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আব্দুল মোমিন চৌধুরী সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপা জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জালাল উদ্দিন রুমি, চৌধুরী মিসবাউল বারী লিটন, মহরম উদ্দিন, শিশির বনিক, আলীম উদ্দিন, নিরঞ্জন দাশ, মর্তুজ আলী, মোঃ তাজুল ইসলাম, এনামুল হক বিপ্লব প্রমুখ। বিভিন্ন বক্তা প্রয়াত বিপিন পালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংবর্ধিতদের ক্রেষ্ট দেওয়া হয়। এছাড়া গ্রামে বৃক্ষ রোপনের ব্যাপারে গুরুত্বপূর্ন ভুমিকা পালনকারী রফিক মিয়াকে ক্রেষ্ট ও নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুলের তোড়া দেওয়া হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শাহীন মিয়া এবং গীতা পাঠ করেন বাবু স্বপন অধিকারী। অনুষ্ঠানে পইল গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিপিন চন্দ্র পাল ১৮৫৮ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৩২ সালের ২০ মে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। ১৯৮৯ সালের ১১ই আগষ্ট হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের উদ্যোগে বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে স্থাপিত হয় বিপিন পাল স্মৃতি পাঠাগার। বর্তমানে এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিপিন পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


     এই বিভাগের আরো খবর