,

সাংবাদিকদের জানার পরিধি আরও বাড়াতে হবে -পিআইবি মহাপরিচালক

সময় ডেস্ক ॥ প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, “মানুষ এখনও যুদ্ধের ইতিহাস জানে না, কারণ তাদের জানতে দেওয়া হয় না। আমাদের আগামী প্রজন্মকে সঠিক তথ্য জানাতে হবে। এজন্য সাংবাদিকদের জানার পরিধি আরও বাড়াতে হবে, সঠিক ইতিহাস সংগ্রহ করতে হবে। মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে।” গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে তিনদিনব্যাপী আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিআইবি’র মহাপরিচালক। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। তিনদিনব্যাপী পশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি সমন্বয়ক প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন গণমাধ্যমের মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এর আগে গত ১৮ নভেম্বর বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত আরেকটি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তী হয়।


     এই বিভাগের আরো খবর