,

বেতন কম নিতে রাজি হলেন মেসিরা

সময় ডেস্ক ॥ করোনাকালীন আর্থিক সংকটে পড়ায় ফুটবলারদের বেতন কম নিতে প্রস্তাব দেয় বার্সেলোনা। ক্লাবের সেই প্রস্তাবে শুরুতে অগ্রাহ্য করলেও বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখন মেনে নিচ্ছেন লিওনেল মেসিরা। খেলোয়াড়রা বেতন কম নেয়ায় স্প্যানিশ জায়ান্টদের বাঁচবে ১২২ মিলিয়ন ইউরো। আগামী তিন বছর ধরে এ বেতন কাটা হবে। খেলোয়াড়রা বিশাল এ ছাড় না দিলে দেউলিয়া হয়ে যেত বার্সেলোনা। এছাড়া ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়নরা রাজি হয়েছে তিন বছরের জন্য তাদের খেলোয়াড়দের সঙ্গে ৫০ মিলিয়ন ইউরো পরিবর্তনশীল পারিশ্রমিক বিলম্বিত করতে। বার্সেলোনা জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি মাইলফলক হয়ে থাকবে। মার্চে করোনা মহামারীর সময় বার্সেলোনার খেলোয়াড়রা নিজেদের ৭০ শতাংশ পারিশ্রমিক কাটতে দিতে রাজি হয়েছিলেন এবং ক্লাবের কর্মচারীদের সম্পূর্ণ বেতন পেতে অবদান রেখেছিলেন।


     এই বিভাগের আরো খবর