,

সাকিব-মাহমুদউল্লাহদের দলে মাশরাফি

সময় ডেস্ক : ফিটনেস টেস্টে উতরানোর পর এবার দলও পেয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে সাবেক এই অধিনায়ক খেলবেন জেমকন খুলনার হয়ে। এই দলে খেলছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। গতকাল, রোববার (৬ ডিসেম্বর) লটারি শেষে মাশরাফির ঠিকানা হিসেবে খুলনার নাম ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেমকম খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন্ন খান। টুর্নামেন্টে মাশরাফি খেলবেন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে।
এদিন সকালে মাশরাফি মিরপুরে ফিটনেস টেস্ট দেন। সেখানে পাশও করেন তিনি। ফলে মাঠে ফিরতে আর কোনো বাঁধা ছিল না তার। এদিকে মাশরাফি এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী আগে করোনা পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নেগেটিভ হলে দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন তিনি। এর আগে ইনজুরি কাটিয়ে ফেরা মাশরাফিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আগ্রহী দলের সংখ্যা বেশি হওয়ায় লটারির ব্যবস্থা করা হয়। আর সেখানেই মাশরাফিকে পেয়ে যায় খুলনা। এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ আট মাস পর আবারো ক্রিকেট মাঠে ফিরছেন মাশরফি।


     এই বিভাগের আরো খবর