,

মাধ্যমিকে ২১৫৫ সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ

সময় ডেস্ক ॥ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ এবং http://www.bpsc.teletalk.com./ ওয়েবসাইটে পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে সর্বমোট ১২টি বিষয়ে এসব পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৬ই সেপ্টেম্বর এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন। পরে এ পরীক্ষায় মোট ৭ হাজার ১৬১ জন প্রার্থী উত্তীর্ণ হন। প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ই ডিসেম্বর শেষ হয়।


     এই বিভাগের আরো খবর