,

কৃতজ্ঞতা প্রকাশ

দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক বিজয়ের প্রতিধ্বনিসহ বিভিন্ন পত্রিকায় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও সম্পাদক মহোদয় গণের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। (নির্যাতিত ও নিপীড়িত মোঃ বুরহান উদ্দিন) দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর উল্লেখযোগ্য সংবাদের শিরোনাম ছিল (নবীগঞ্জে ভূমির মালিক ভূমিহীন) দৈনিক হবিগঞ্জ সময় এর উল্লেখযোগ্য শিরোনাম ছিল (নবীগঞ্জে ভূমিহীন সেজে বিভিন্ন মালিকের দখলকৃত জায়গা দখলের অভিযোগ) দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম ছিল (নবীগঞ্জে ভুয়া ভূমিহীন সাজিয়ে বন্দোবস্ত নেওয়ার অভিযোগ) ১২ কের জমির মালিক ও কোটি টাকার অধিক সম্পত্তির মালিক নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন কামার গাঁও গ্রামের মৃত সোনাহর আলীর তিন সন্তান সাজান সাজু, শামীম আমহদ ও তার মেয়ে মোছাঃ সামছিয়া বেগম এর নামে কি করে সরকারি খাস ১৪ শতক জায়গা নেওয়া এবং দেওয়া হল। ওই সব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও এসিল্যান্ট মহোদয়ের নিকট, ভূমিখেকোদের বিরুদ্ধে এবং গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ পেরণ করেছেন (মোঃ রায়হান উদ্দিন) অন্য দিকে একি জায়গার উপর জালদলিল বানিয়ে আরেক জন ভুয়া ভূমির মালিক হতে ছেয়েছিলেন কামার গাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আমিন চৌধুরী বাবলু, বিগত দিনে দীঘলবাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত বিষয়ের উপর বিরাঠ এক শালিস বৈঠকে বাবলু চৌধুরী ১৯ শতক জায়গার দাবীদারের গ্রহণযোগ্য প্রমাণাদি না থাকায় বিজ্ঞ বিচারক মণ্ডলী আমলে নেননি এবং জাল দলিল বলে প্রমান হয়। অতএব উক্ত দাগে বাবলু চৌধুরীর কোনো জায়গা নেই। তিনি নিম্ন দাগে মালিক বলে নিজের ফেসবুক আইডিতে লিখেছেন ১৯ শতক ভূমির মালিক, ভূমিখেকো মোছাঃ সামছিয়া বেগমের পক্ষে সবাই দিয়েছেন এবং ক্রয় সূত্রে তিনি ও ভূমির মালিক বলে দাবি করছেন এবং বুরহান উদ্দিনের ৫ ভাইকে মালিকানা দিয়ে বিস্তারিত বর্ণনা করছেন। প্রকৃতপক্ষে উক্ত দাগে কয় সূত্রে ভূমির মালিক বুরান উদ্দিন ও তার ভাইয়েরা ২৮ শতকের মালিক। নিম্ন দলিল করিদ করিয়া, জমির দখলে আছেন। দলিল নং ৭০৯ ( ০৮/০২/০১) দাগ নং ৬৭, ১৪ শতক। দলিল নং ৪২০৭ ( ২১/০৮/২০০০ ইং) দাগ নং ৬৭, ০৭ শতক, দলিল নং৪৫২৫ (১৬/১০/২০১৯,ইং) দাগ নং ৬৭, ০৩ শতক। দলিল নং ৬৩৯ (০৫/০২/১৯৯৪,ই) দাগ নং ৬৭/০২ শতক। দলিল নং২৫২ (১৫/০১/২০২০,ই) দাগ নং ৬৭/০৩ শতক, উক্ত দাগের মধ্যে ৫টি দলিলে ক্রয়সূত্রে ২৮ শতক জমির দখল নিয়ে মালিক বুরহান উদ্দিন গং।


     এই বিভাগের আরো খবর