,

হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধ। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধটি ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে। ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে বালু পাচার করায় গ্রামের সড়কগুলোও ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। এতে করে গ্রামবাসীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বালু উত্তোলনসহ ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গত ৭ জানুয়ারি। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে লিজ ছাড়াই খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। পরে সেই বালু ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে প্রতিদিন বিক্রি করে আসছে তারা। বালু পরিবহণ করতে গিয়ে গ্রামের সড়ক দিয়ে ট্রাক্টর চলাচল করায় গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিকট শব্দে ট্রাক্টরগুলো চলাচল করায় গ্রামবাসীর ঘুমের ব্যাঘাতসহ পড়ালেখা করতে পারছে না ছাত্রছাত্রীরা। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, লিজ ছাড়া নদী থেকে বালু উত্তোলন নিষেধ। যদি এরকমভাবে কেউ করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ দেওয়ান বলেন, ট্রাক্টর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে লুকিয়ে কেউ চালায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর