,

হবিগঞ্জে বিভিন্ন স্থানে চুরি সংঘটিত, ব্যবসায়ীদের মাঝে আতংক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চুরি সংঘটিত হচ্ছে। এতে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তবে ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পুলিশ এখনো চুরির ঘটনার রহস্য উদঘাটন কিংবা চোরকে ধরতে পারছে না। এদিকে পুলিশ বলছে, চোরদের ধরতে অভিযান
অব্যাহত আছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের দক্ষিণ শ্যামলী এলাকার রাফি ভ্যারাইটিজ স্টোর, বদিউজ্জামান খান সড়কের স্বস্থি টেলিকম, কালিবাড়ী ক্রস রোডের স্বদেশ স্টোরসহ কয়েকটি দোকানো চুরি হয়। চোরের দল উল্লেখিত দোকান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ব্যাকস সমিতির সভাপতি শামসুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ব্যবসায়ীদের দাবি প্রতিরাতেই কোনো না কোনো দোকানে চুরি হচ্ছে। কিন্তু কোনো চোর ধরা পড়েনি। গত রবিবার রাতে পিটিআই সড়কের অপূর্ব ভেরাইটিজ স্টোর ও গত সোমবার রাতে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় তালুকদার মটরসে চুরি হয়। কিন্তু কোনো চোর ধরাসহ কিংবা মালামাল উদ্ধার হয়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অচিরেই চোরদের ধরা হবে।


     এই বিভাগের আরো খবর