,

করোনার উৎস সম্পর্কে চীনের দাবি নিয়ে ডব্লিউএইচও বিশেষজ্ঞের সংশয়

সময় ডেস্ক ॥ করোনাভাইরাস উহান শহরে শীতকালে অন্য কোনো দেশ থেকে কোল্ড চেইনের মাধ্যমে প্রবেশ করেছিল বলে চীন যে তথ্য জানিয়েছিল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জাপানি বিশেষজ্ঞ কেন মায়েদা। উহানের মূল জায়গাগুলি সম্পর্কে অতিরিক্ত তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। চীনের করোনার উৎস নিয়ে তদন্ত করতে যায় ডব্লিউএইচওর একটি দল। ওই তদন্ত দলে ছিলেন জাপানের জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের ভেটেরিনারি মাইক্রোবায়োলজিস্ট কেন মায়েদা। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা হিমায়িত খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। মায়েদা এক সাক্ষাৎকারে বলেছেন, হিমায?িত খাবার থেকে করোনা উহানে প্রবেশ করেছে বলে চীন যে দাবি করেছে তার তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, চীনা সহযোগীরা করোনার উৎপত্তি নিয়ে যে তথ্য দিয়েছেন তার সঙ্গে ডব্লিউএইচওর তদন্ত দলের তথ্যের কিছু অমিল রয়েছে। তিনি বলেন, আমরা এখনও অনেক কিছু জানতে চাই এবং এখনও অনেক চ্যালেঞ্জ করা বাকি রয়েছে। কয়েক সপ্তাহ আগে বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনার উৎস জানতে অনুসন্ধান শুরু হয়। বিশেষজ্ঞদের একটি দল উহানে করোনার উৎস সম্পর্কে তদন্ত শুরু করার কয়েক সপ্তাহ পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কোনো প্রাণীর শরীর থেকে উহানে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তবে তারা জানায়, গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনাও ব্যাখ্যা করা যাচ্ছে না?


     এই বিভাগের আরো খবর