,

মুশতাক আহমেদের মৃত্যু!প্রয়োজনে তদন্ত কমিটি হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ডেস্ক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানতে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, হঠাৎ করেই আইজি প্রিজন থেকে তাকে সংবাদটা জানানো হয়। মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারাগারের হাসপাতালে চিকিসাৎ দেয়া হয়। অবস্থা খারাপ দিকে গেলে তাকে গাজীপুর তাজউদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় মুশতাকের। ‘যেকোনো মৃত্যুর ঘটনায় কারাগারে হোক বা এক্সিডেন্ট হোক, একটা পোস্টমর্টেম হয়। পোস্টমর্টেমের পর সঠিকভাবে আমরা বলতে পারব কেন এই মৃত্যুটা হয়েছে। এনকোয়ারি কমিটি প্রয়োজন বোধে করব।’ আইসিটি আইনে এক মামলায় গত বছরের মে মাসে গ্রেপ্তারের পর থেকে কারাবন্দি ছিলেন লেখক মুশতাক।


     এই বিভাগের আরো খবর