,

সিলেটে দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৮

সময় ডেস্ক ॥ সিলেটে দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। বগুড়ায় বাসচাপায় প্রাণ গেছে অটোরিকশায় থাকা চার আরোহীর। সিলেট- সিলেটের দুর্ঘটনাটি হয় সকাল সাতটার দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চারজন, বাকি চারজন মারা যান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন। তারা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান ও ছাতকের রহিমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন ও সাগর, সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু ও জাহাঙ্গীর হোসেন, সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল এবং চুয়াডাঙ্গার আল মাহমুদ সাদ ইমরান খান। এদের মধ্যে ইমরান সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক। মঞ্জু এনা পরিবহনের চালক ও জাহাঙ্গীর তার সহযোগী। আর নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার।


     এই বিভাগের আরো খবর